গজা রেসিপি

গজা খেতে ভালোবাসেন অনেকেই। বিশেষ করে যারা মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসেন তাদের খুব প্রিয় একটি খাবার এই গজা। চলুন জেনে নেই গজা তৈরির রেসিপি-

উপকরণ

ময়দা ২ কাপ

চিনি (খামিরের জন্য) ১ টেবিল-চামচ

সয়াবিন তেল আধা কাপ

চিনি (সিরার জন্য) ১ কাপ

গুঁড়ো দুধ সিকি কাপ

লবণ সিকি চা-চামচ

তেল (ভাজার জন্য) প্রয়োজনমতো।

আরো দেখুন: প্যাটিস তৈরির সহজ রেসিপি

প্রণালি

ময়দা, তেল, লবণ, চিনি ও গুঁড়ো দুধ দিয়ে শক্ত খামির বানাতে হবে। ১৫ মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এবার ওই খামির দিয়ে সিকি ইঞ্চি পুরু রুটি বেলতে হবে এবং ওই মাপে চিকন করে লম্বা গজার মতো কেটে নিতে হবে। তেল হালকা গরম করে ওই তেলে গজাগুলো ছেড়ে মাঝারি আঁচে বাদামি না হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার তেল থেকে তুলে টিস্যুতে ছড়িয়ে দিতে হবে। ১ কাপ চিনি ও আধা কাপ পানি চুলায় দিয়ে নাড়তে হবে কিছুক্ষণ। এবার তাতে গজাগুলো দিয়ে আবার নাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত গজাগুলো ঝরঝরা না হবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এরপর নামিয়ে পরিবেশন।

Source: jagonews24

Leave a Comment