মাশরুম রেসিপি

মজাদার মাশরুম মাসালা স্বাদে নিয়ে আসবে ভিন্নতা। জেনে নিন কীভাবে রান্না করবেন।

উপকরণ

  • মাশরুম- ২০০ গ্রাম
  • পেঁয়াজ- ২টি (স্লাইস)
  • টমেটো- ১টি (কুচি)
  • কাঁচা মরিচ- ১টি (কুচি)
  • রসুন- ৬ কোয়া (কুচি)
  • আদা- ১ ইঞ্চি (কুচি)
  • কারি পাতা- কয়েকটি
  • তেল- দেড় টেবিল চামচ
  • জিরা- আধা চা চামচ
  • হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
  • মরিচ গুঁড়া- আধা চা চামচ
  • ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
  • গরম মসলা গুঁড়া- আধা চা চামচ
  • জিরার গুঁড়া- আধা চা চামচ
  • লবণ- স্বাদ মতো
  • চিনি- ১/৪ চা চামচ
  • টক দই- ১/৩ কাপ
  • পানি- ১/৪ কাপ
  • ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ
  • ঘি- ১ টেবিল চামচ
  • ক্যাশুনাট- ১ টেবিল চামচ
  • গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ

আরো দেখুন: থাই সুপ রেসিপি

প্রস্তুত প্রণালি

প্যানে তেল গরম করে আস্ত জিরা দিন। ফুটতে শুরু করলে কাঁচা মরিচ কুচি, আদা ও রসুন কুচি দিয়ে নাড়ুন। কাঁচা গন্ধ চলে গেলে কারি পাতা, পেঁয়াজ কুচি ও হলুদ দিয়ে দিন। পেঁয়াজ বাদামি রঙ ধারণ করলে টমেটো কুচি দিয়ে কয়েক মিনিট নাড়ুন।

টমেটো নরম হয়ে গেলে গুঁড়া মসলা দিয়ে দিন। ভালো করে কষিয়ে মাশরুম দিয়ে দিন। চিনি ও লবণ দিয়ে নেড়ে নিন। কয়েক মিনিট নেড়ে ঢেকে দিন প্যান। ৫ থেকে ৬ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। ঢাকনা তুলে জ্বাল কমিয়ে টক দই দিয়ে মিশিয়ে নিন। কয়েক মিনিট নেড়ে ১/৪ কাপ পানি দিয়ে রান্না করুন।

আরেকটি প্যানে ঘি গরম করে ক্যাশুনাট ভেজে নিন। বাদামি রঙ হয়ে গেলে গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি মাশরুমের প্যানে ঢেলে নেড়ে নিন। ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার মাশরুম মাসালা।

Source: banglatribune.com

 

Leave a Comment