বেশ জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। এই শীতে বিকেলের নাস্তায় কিংবা ডিনারে একটু স্পেশাল কিছু তো খেতেই হবে, তাই না? ইন্ডিয়ান ক্যুজিন লাভারদের মধ্যে যারা পনির খেতে ভালোবাসেন, তারা প্রায়ই পনিরের বিভিন্ন রেসিপি জানতে চান। পনির বাটার মাসালা এমন একটি আইটেম যা রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আমরা অনেকেই রেস্টুরেন্টে গেলে এটি অর্ডার করে থাকি। মজার বিষয় হলো, বাইরে পনির বাটার মাসালার প্রাইস অনেক বেশি হলেও হাতের কাছে থাকা কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়ে অল্প সময়ে বাড়িতেই এটি বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন দেরি না করে জেনে আসা যাক মজাদার এই রেসিপিটি।
কী কী উপকরণ লাগবে?
- কিউব করে কাটা পনির – ২৫০ গ্রাম
- বড় সাইজের পাকা লাল টমেটো – ২টি
- কাজু বাদাম – ৬/৭টি
- ফ্রেশ ক্রিম – ৩ টেবিল চামচ
- কুঁচি করে কাটা পেঁয়াজ – ১টি
- আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
- কাশ্মিরী লাল মরিচের গুঁড়া – ১ চা চামচ
- গরম মশলার গুঁড়া – ১/২ চা চামচ
- এলাচ গুঁড়া – ১ চিমটি
- লবণ – স্বাদ মতো
- চিনি – ১/২ চা চামচ
- বাটার – ৩-৪ টেবিল চামচ
- তেল – ২ টেবিল চামচ
- পানি – পরিমাণমতো
আরো দেখুন: পনির মাঞ্চুরিয়ান রেসিপি
প্রস্তুত প্রণালী
১) ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে কিউব করে কাটা পনিরগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।
২) আরেকটি প্যানে তেল গরম করে টমেটো, কাজু বাদাম ও পেঁয়াজ কুচি দিয়ে ৪-৫ মিনিট ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি স্মুদ পেস্ট তৈরি করে নিন।
৩) কড়াইতে বাটার দিয়ে আদা-রসুন বাটা, কাশ্মিরী লাল মরিচের গুঁড়া, এলাচ গুঁড়া ও লবণ দিয়ে কয়েক মিনিট ভালোমতো নেড়ে ব্লেন্ড করে রাখা টমেটোর পেস্ট অ্যাড করুন।
৪) আরো কিছুক্ষণ মসলা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে লো টু মিডিয়াম হিটে ১০-১৫ মিনিট রান্না করুন।
৫) ভেজে রাখা পনির দিয়ে হালকা করে নেড়ে গরম মশলা গুঁড়া ও চিনি দিয়ে লো হিটে আরো ২ মিনিট রান্না করুন।
৬) নামানোর আগে ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন।
এভাবেই খুব ইজিলি আপনারা তৈরি করে নিতে পারবেন মাউথ ওয়াটারিং পনির বাটার মাসালা। আশা করছি সহজ এই রেসিপিটি সবার ভালো লাগবে। একবার তৈরি করেই দেখুন, টেস্ট রেস্টুরেন্টের চাইতে কোনো অংশেই কম হবে না।
Source: shajgoj