যা যা লাগবে
- আধা কাপ মাংস ছোটো করে টুকরো করা
- পাউরুটি ৪/৫ পিস
- চিজ পরিমাণ মতো
- আধা চা চামচ কাবাব মসলা
- আধা চা চামচ গোল মরিচ গুঁড়ো
- ১ চা চামচ শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নেয়া
- ২ টি কাঁচা মরিচ কুচি
- আধা কাপ ছোটো করে কুচি করা ক্যাপসিকাম
- ১ টি পেঁয়াজ কুচি
- টমেটো সস পরিমাণ মতো
- লবণ স্বাদমতো
- চিলি সস পরিমাণ মতো
- সামান্য তেল
আরো দেখুন: পিৎজা তৈরির রেসিপি
যেভাবে বানাবেন
১. প্রথমে মাংস ছোট করে কেটে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে হাত দিয়ে ছাড়িয়ে নিন।
২. একটি প্যানে খুব সামান্য তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে নিন।
৩. এরপর এতে দিন কাঁচা মরিচ কুচি, কাবাব মসলা ও দুই ধরণের সস নিজের স্বাদ মতো। এরপর এতে সেদ্ধ মাংস দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিন।
৪. পাউরুটির উপরে টমেটো সসের একটি লেয়ার দিন।এর উপর সাজিয়ে দিন ভাজা মাংস, ক্যাপসিকাম, শুকনো মরিচ গুঁড়ো, সামান্য পেঁয়াজ ও মরিচ কুচি এবং চীজ।
৫. এরপর ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১০ মিনিট বা চীজ গলে যাওয়া পর্যন্ত বেক করুন।
৬. পছন্দমতো বেক হয়ে গেলে নামিয়ে নিন। হয়ে গেছে আপনার পিজা।
Source: kalerkantho