ভিন্ন স্বাদের মালাই ফুলকপির রেসিপি

বাজারে ফুলকপি উঠেছে। অন্য কোনো তরকারিতে অনুষঙ্গ হিসেবে নয়, শুধু ফুলকপি দিয়েই বানাতে পারেন মজার পদটি। শিখে নেয়া যাক সহজ উপায়ে মালাই ফুলকপির রেসিপি।

উপকরণ

  • ফুলকপি ১টি
  • আদা
  • রসুন বাটা ১ টেবিল চামচ করে
  • কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • টমেটো কুচি আধা কাপ
  • হলুদ
  • মরিচ ও ধনে গুঁড়া আধা চা-চামচ করে
  • এলাচ ও কাঁচা মরিচ বাটা আধা চা-চামচ করে
  • তেজপাতা ও দারুচিনি ২-৩টি করে
  • দুধ দেড় কাপ
  • ক্রিম আধা কাপ
  • ঘি আধা কাপ
  • টক দই আধা কাপ
  • চিনি ও লবণ স্বাদমতো
  • কিশমিশ অল্প পরিমাণে

আরো দেখুন: তন্দুরি ফুলকপি রেসিপি

প্রণালি

ফুলকপির ফুল ছাড়িয়ে নিন। প্যানে অল্প ঘি দিয়ে ফুলগুলো ভেজে তুলে রাখুন। এবার এতে বাকি ঘি দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। এতে কাজুবাদাম ছাড়া অন্য সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন। তিন মিনিট পর দই দিন। আরেকটু কষিয়ে অল্প দুধ দিন। মসলা ভাজা-ভাজা হলে টমেটো ও ভাজা ফুলকপি দিয়ে আবার একটু দুধ দিয়ে কষান। একটু পর বাকি দুধ দিয়ে ঝোল ঝোল করে নিন। ফুটে উঠলে অল্প দুধে কাজুবাদাম বাটা গুলে দিন। এই রান্নায় পানি দেওয়া যাবে না। ফুলকপি সেদ্ধ হয়ে এলে ক্রিম দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে চিনি ও কিশমিশ দিয়ে নামান।

Source: prothomalo

Leave a Comment