আচার রেসিপি: টক-ঝাল-মিষ্টি আমড়ার আচার

মুখরোচক আমড়ার আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন পুরো বছর। জেনে নিন টক-মিষ্টি-ঝাল স্বাদের আমড়ার আচার কীভাবে বানাবেন।

উপকরণ

  • আমড়া- ১ কেজি
  • মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
  • হলুদের গুঁড়া- ১ চা চামচ
  • লবণ- ১ টেবিল চামচ
  • সরিষা- দেড় টেবিল চামচ
  • মৌরি- দেড় চা চামচ
  • মেথি- ১/৪ চা চামচ
  • আজোয়ান- ১ চা চামচ
  • ভিনেগার- ১ টেবিল চামচ
  • আদা বাটা- ১ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • জিরার গুঁড়া- ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
  • সরিষার তেল- ১ কাপ
  • শুকনা মরিচ- ৫টি
  • আস্ত পাঁচফোড়ন- ১ চা চামচ
  • কালোজিরা- আধা চা চামচ
  • চিনি- আধা কাপ
  • সোডিয়াম বেনজয়েট- ১/৪ চা চামচ

আরো দেখুন: আমের মোরব্বা রেসিপি

প্রস্তুত প্রণালি

খোসা ছাড়িয়ে আমড়া ফালি করে কেটে নিন। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মেখে নিন আমড়া। ব্লেন্ডারে ভিনেগার, মৌরি, মেথি, আজোয়ান ও সরিষা একসঙ্গে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা মসলার সঙ্গে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিন।

চুলায় প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিন। কালোজিরা, আস্ত পাঁচফোড়ন ও শুকনা মরিচ দিয়ে দিন তেলে। লো মিডিয়াম আঁচে কয়েক সেকেন্ড ভেজে নিন। ফুটে উঠলে আগে থেকে তৈরি করে রাখা মসলা দিয়ে নেড়েচেড়ে মসলামাখা আমড়া দিয়ে দিন। অনবরত নাড়তে থাকুন ৫ মিনিট। চিনি দিয়ে দিন প্যানে। পানি বের হলে প্যান ঢেকে দিন ১৫ থেকে ২০ মিনিটের জন্য। মাঝে কয়েকবার নেড়ে দেবেন। সোডিয়াম বেনজয়েটের মধ্যে ১ চা চামচ পানি দিয়ে মিশিয়ে আচারে দিয়ে দিন। এতে দীর্ঘদিন ভালো থাকবে আচার। মাখো মাখো হলে নামিয়ে ঠাণ্ডা করে বয়ামে সংরক্ষণ করুন মজাদার আমড়ার আচার।

Source: banglatribune.com

Leave a Comment