তালের ক্ষীর রেসিপি

উপকরণ

  • তালের ঘন ক্বাথ ১ কাপ
  • ঘন দুধ ১ লিটার
  • নারকেল (কুরানো) ১ কাপ
  • চিনি ১ কাপ
  • পেস্তা ও কাজু বাদামের কুচি ২ টেবিল চামচ
  • কনডেন্সড মিল্ক ৩ কাপ

আরো দেখুন: দুধ পুলি পিঠা বানানোর রেসিপি

প্রণালি

এক লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করুন। ননস্টিক প্যানে তালের ক্বাথ দিয়ে মাঝারি আঁচে অনবরত নাড়ুন। দু-একবার ফুটে উঠলে নারকেল কুরানো, ঘন দুধ, চিনি দিয়ে অনবরত নাড়ুন। ঘন হয়ে গেলে ভালো মানের কনডেন্সড মিল্ক দিন। যখন তালের সুগন্ধি বের হবে, তখন চুলা বন্ধ করে দিতে হবে। পরিবেশন পাত্রে ঢেলে পেস্তা, কাজু বাদামের কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

Source: prothomalo

Leave a Comment