উপকরণ
- ১ চা চামচ চা পাতি
- পরিমানমত চিনি
- পরিমানমত বিট লবন
- ১ টেবিল চামচ তেতুল কাথ
- পরিমানমত ধনিয়া পাতা কুচি
- পরিমানমত কাচা মরিচ কুচি
আরো দেখুন: অপরাজিতা চা রেসিপি
প্রস্তুত-প্রনালী:
প্রথমে একটি পাত্রে পানি নিয়ে ফুটিয়ে নিন। এবার একে একে চা পাতি, চিনি, বিট লবন, তেতুল দিয়ে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নিন।
এবার ছাকনির সাহায্য ছেকে চায়ের কাপে ঢেলে নিন।
এর মধ্যে কাচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি ও চাইলে লেবুর স্লাইস দিয়ে গরম গরম পরিবেশন করুন।
Source: bdfoodrecipe