এঁচোড়ের কোপ্তা রেসিপি

উপাদানগুলি

  1. ৩০০গ্রাম এঁচোড়
  2. ১টি আলু
  3. ২চা চামচ বেসন
  4. ২চা চামচ চালের গুঁড়ো
  5. ৫০গ্রাম আদা
  6. ২টি পেঁয়াজ
  7. ২টি কাঁচা লঙ্কা
  8. ২টি ছোট এলাচ
  9. ২টি লবঙ্গ
  10. ১টুকরো দারুচিনি
  11. ২ চা চামচ জিরে গুঁড়ো
  12. ১.৫ চা চামচ ধনে গুঁড়ো
  13. ১চা চামচ হলুদ গুঁড়ো
  14. ১চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  15. ১চা চামচ গরম মসলার গুঁড়ো
  16. ১ টেবিল চামচ ঘি
  17. ১চা চামচ ধনেপাতা কুচি
  18. ৪ টেবিল চামচ টক দই
  19. ৪ চা চামচ সর্ষের তেল
  20. ৪ চা চামচ সাদা তেল
  21. স্বাদ মতো নূন
  22. ১চা চামচ চিনি

আরো দেখুন: ইচোর চিংড়ি রেসিপি

রান্নার নির্দেশ

ধাপ  1

প্রথমে এঁচোড়টাকে ছোট করে ডুমো করে কেটে নিতে হবে।

ধাপ  2

আলু টাকেও ডুমো করে কেটে নিতে হবে।

ধাপ  3

এরপর আলু আর এঁচোড়টাকে প্রেশারে ভালো করে সেদ্ধ করে নিতে হবে।

ধাপ  4

সেদ্ধ হয়ে গেলে একটা থালায় রেখে ঠান্ডা করে নিতে হবে।

ধাপ  5

ঠান্ডা হয়ে গেলে ওটাকে ভালো করে হাত দিয়ে ম্যাস করে নিতে হবে।

ধাপ  6

এবার ওর মধ্যে লঙ্কা কুচি ব্যাসন চালের গুঁড়ো ১/২চা-চামচ জিরা গুঁড়ো ১/২ চা-চামচ ধনেগুঁড়া ১/২ চা-চামচ হলুদ গুঁড়া ১/২ চা চামচ লঙ্কাগুঁড়ো নুন আদা গ্রেট করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

ধাপ  7

এবার এই মিশ্রণ টাকে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে।

ধাপ  8

এবার ৪চামচ সরষে তেল ৪চামচ সাদা তেল কড়াই এগরম করে ওই বলগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে।

ধাপ  9

বলগুলো ভাজা হয়ে গেলে ওগুলো তুলে রেখে ওই তেলেই গোটা গরম মসলা ফোড়ন দিতে হবে।

ধাপ 10

এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভাঁজতে হবে।

ধাপ  11

এবার ১ চামচ আদা বাটা দিয়ে ১ মিনিট ভাজতে হবে।

ধাপ  12

এবার এক এক করে ধোনের গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কাগুঁড়ো হলুদ গুঁড়া গরম মসলার গুঁড়ো দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিতে হবে।

ধাপ 13

মসলা ভাজা হয়ে গেলে ওর মধ্যে টক দই ফেটিয়ে দিয়ে দিতে হবে।

ধাপ  14

এবার নুন আর চিনি টা দিয়ে দিতে হবে।

ধাপ 15

এবার দুকাপ জল দিতে হবে।

ধাপ 16

জলটা একটু ফুটে উঠলে ঐ বল গুলো দিয়ে দিতে হবে।

ধাপ  17

একটু ফুটে ওঠার পর গরম মসলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে নামিয়ে দিতে হবে।

ধাপ  18

অপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

ধাপ  19

ব্যাস তাহলে রেডি আমাদের একজনের কোপ্তা কারি।

Source: cookpad.com

Leave a Comment