সয়া-সবজির মিশ্র পোলাও রেসিপি

উপকরণ

  • সয়াবড়ি ১০০ গ্রাম (বাজারে কিনতে পাওয়া যায়) হাড়সহ গরুর মাংস ১ কেজি
  • ফুলকপি আধা কাপ
  • ব্রকলি আধা কাপ
  • গাজর আধা কাপ
  • মটরশুঁটি আধা কাপ
  • বাসমতী চাল ৩০০ গ্রাম
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ
  • আদাবাটা ১ টেবিল-চামচ
  • রসুনবাটা আধা চামচ
  • মরিচ গুঁড়া আধা চা-চামচ
  • ধনে গুঁড়া ১ চা-চামচ
  • জিরা গুঁড়া আধা চা-চামচ
  • দারুচিনি ২-৩ টুকরা
  • এলাচি ৩-৪টি
  • লবঙ্গ ৪-৫টি
  • গোলমরিচ ১০-১২টি
  • তেজপাতা ২টি
  • তেল/ঘি ১ কাপ
  • কাঁচামরিচ ৬-৭টি
  • লবণ স্বাদমতো

আরো দেখুন: হাঁসের আখনি পোলাও রেসিপি

প্রণালি

সয়াবড়ি গরম পানিতে ভিজিয়ে রেখে ঘিতে হালকা ভেজে নিতে হবে। মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে নিয়ে সব বাটা ও গুঁড়া মসলা মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে। হাঁড়িতে তেল/ঘি, পেঁয়াজ কুচি, গরম মসলা, তেজপাতা ভেজে মাংস ঢালতে হবে। মাংস ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিয়ে ভালো করে কষে নিতে হবে। পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে ভুনা ভুনা করে তাতে সব সবজি দিয়ে মসলা থেকে মাংস-সবজি আলাদা করে তুলে রাখতে হবে। এবার চাল ধুয়ে মসলার হাঁড়িতে ঢেলে নাড়াচাড়া করে ২-৩ কাপ গরম পানি ও লবণ দিয়ে ঢেকে দিতে হবে। ভাত ফুটে উঠলে কিছু ভাত ওপর থেকে তুলে মাংস ও সবজি ছড়িয়ে দিয়ে আবার ভাত দিয়ে ওপরে কাঁচামরিচ ফালি ও সয়াবড়ি দিয়ে ১৫-২০ মিনিট দমে রাখতে হবে। গরম গরম পরিবেশন করা যায়।

Source: prothomalo

Leave a Comment