ইলিশ মাছের রেসিপি: দোপেয়াজা

বাঙালির ভোজনবিলাসে ইলিশ না হলে যেন চলেই না। একই ইলিশের হাজার রকমের রান্না। সব রান্নাই সহজ এবং সুস্বাদু। ইলিশের ৩০ রেসিপি নামে ইলিশের সুস্বাদু ও ব্যতিক্রম সব রেসিপি প্রকাশ করা হচ্ছে জাগো নিউজের লাইফস্টাইল বিভাগে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে ইলিশ মাছের দোপেয়াজা রেসিপি।

উপকরণ

  • লবণ ও হলুদ দিয়ে ইলিশ মাছ ভাজা ১২ টুকরো
  • পেঁয়াজ বাটা ২৫০ গ্রাম
  • আদা বাটা ১ চা চামচ
  • রসুন বাটা ১ চা চামচ
  • টমেটো টুকরো করা ৫০০ গ্রাম
  • কাঁচা মরিচ ৪ টি
  • সয়াবিন তেল পরিমাণ মতো
  • মরিচ গুড়া পরিমানমতো
  • ধনে বাটা ১ টেবিল চামচ
  • জিরা বাটা ১ টেবিল চামচ
  • হলুদের গুড়া ১ চা চামচ
  • লবণ স্বাদমতো

আরো দেখুন: বাহারি ফুলকপি রেসিপি

প্রণালি

প্রথমে ১২ টুকরো ইলিশ মাছ অল্প লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে তেলে লাল করে ভেজে নিন। মাছগুলো তুলে আলাদা করে রাখুন। কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা, জিরা বাটা, মরিচের গুড়া, হলুদের গুড়া ও লবণ দিন। পানি দিয়ে ভালোমতো মশলা কষান। মশলা কষানো হলে তাতে ২টি টমেটো কেটে দিয়ে দিন। আবারো ভালোমতো মশলা কষান। মশলা কষানো হয়ে গেলে এতে ভাজা মাছগুলো দিয়ে দিন। হালকা হাতে মেশান। এরপর ১ কাপ পানি ওপরে ছিটিয়ে দিন। এরপর কাঁচা মরিচ ও বাকি টমেটো কেটে দিয়ে দিন। এবার হালকা আঁচে বসিয়ে রাখুন। তেল উপরে উঠে এলে নামিয়ে গরম পরিবেশন করুন।

Source: https://www.jagonews24.com/lifestyle/news/208594

Leave a Comment