উপকরণ
- ১ টি বড় সাইজ কাঁচা আম
- ১ চা চামচ বা স্বাদমত বীট লবণ/ লবণ
- ১/২ চা চামচ ভাজা জিরা গুড়া
- ১ টি ভাজা শুকনো মরিচ
- ২ টি বা স্বাদমত কাচা মরিচ
- ২ টেবিল চামচ বা স্বাদমত চিনি
- ৫/৬ টি আইস কিউব
- ৪ কাপ পানি
আরো দেখুন: কাঁচা জলপাইয়ের শরবত রেসিপি
প্রস্তুত-প্রনালী
ব্লেন্ডারের জগে সব উপকরণ ও ১ কাপ পানি নিয়ে নিন। এবার ১০ সেকেন্ড পালস করে করে ব্লেন্ড করে নিন।
এখন আইস-কিউব দিয়ে দিন। ভালো করে আবার ব্লেন্ড করে নিন। আরও ৩ কাপ পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলেই মজার আমের শরবত রেডি হয়ে যাবে।
Source: bdfoodrecipe