খাবার পর বা অতিথি আপ্যায়নে মিষ্টি স্বাদ দিতে চাইলে তৈরি করে নিতে পারেন এই পায়েস। ঝটপট দেখে নিন মজাদার তালের রসের পায়েস রেসিপি :
উপকরণ
- তালের রস ১ কাপ
- তরল দুধ ১ লিটার
- সাগুদানা আধা কাপ
- চিনি ১ কাপ
- কিশমিশ ২ টেবিল-চামচ
- এলাচ ৩টি
- দারুচিনি ৩টি
- তেজপাতা ২টি
- লবণ আধা চা-চামচ
- কাজুবাদাম ১ টেবিল-চামচ
- পানি আধা কাপ
আরো দেখুন: ছানার পায়েস রেসিপি
পদ্ধতি
একটি পাত্রে তালের রস নিয়ে চুলায় অল্প আঁচে পানি শুকিয়ে নিতে হবে।
এখন একটি পাতিলে দুধের সাথে পানি মিশিয়ে গরম করে সাগুদানা ধুয়ে দিয়ে দিতে হবে।
সাগুদানা সিদ্ধ হয়ে এলে এর মধ্যে এলাচ, দারুচিনি, তেজপাতা, চিনি ও লবণ দিয়ে দিন।
মাঝারি আঁচে তিন-চার মিনিট জ্বালানোর পর এর মধ্যে তালের রস দিয়ে দিতে হবে।
এখন দুধের সাথে তালের রস মিশিয়ে মাঝারি আঁচে আরও ১০ ১২ মিনিট জ্বাল করে নিন। পায়েস হালকা ঘন হয়ে আসলে কিশমিশ মিশিয়ে নেড়েচেড়ে তুলে নিতে হবে।
পায়েস ঠাণ্ডা হলে একটি পাত্রে তুলে ওপরে একটু বাদাম ছিটিয়ে পরিবেশন করতে পারেন।
Source: bdnews24