ভেজিটেবল সুপ রেসিপি

স্যুপ কমবেশি সবারই পছন্দের। রোগীর পথ্য হিসেবে এর জুড়ি নেই। বিভিন্ন স্বাদের ও বিভিন্ন রকমের স্যুপ নিজেই বাড়িতে তৈরি করতে পারেন খুব সহজেই। চলুন দেখে নিই ভেজিটেবল স্যুপ কীভাবে তৈরি করবেন।

উপকরণ

  • ভেজিটেবল ১ কাপ
  • পানি ৪ কাপ
  • চিনি ১ চা চামচ
  • তেল ২ টেবিল চামচ
  • কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ
  • লবণ পরিমাণমতো
  • টেস্টিং সল্ট ২ চা চামচ
  • ডিম ২টি
  • কাঁচা মরিচ ৪টি

আরো দেখুন: চিকেন রোল বানানোর রেসিপি

প্রণালি

প্রথমে ভেজিটেবল, গাজর, পেঁপে, ফুলকপি, বরবটি কিউব করে কেটে নিন। এবার পাত্রে পানি দিন। পানি ফুটে উঠলে সবজি দিন, সবজি সেদ্ধ হলে টেস্টিং সল্ট, চিনি ও লবণ দিন। তেল দিয়ে কাঁচা মরিচ দিন। এবার কর্নফ্লাওয়ারগুলো দিন।

এরপর ডিম ফেটে দিন এবং নামিয়ে ধনে পাতা কুচি দিন। গরম গরম পরিবেশন করুন মজাদার ভেজিটেবল স্যুপ।

Source: bhorerkagoj.com

Leave a Comment