ঢাকাইয়া স্টাইলে ভেলপুরি রেসিপি

বাংলাদেশের স্ট্রীটফুডের মধ্যে ফুচকা আর ভেলপুরি সবচেয়ে বেশী জনপ্রিয়। আজ শিখে নিন কিভাবে বাসাতেই সহজে ভেলপুরি তৈরি করতে পারবেন।

ঢাকাইয়া স্টাইলে ভেলপুরি এর সহজ রেসিপি

পুরির জন্য

উপকরণ

  • আটা – ১ + ১/৪ কাপ
  • সুজি – ১/৪ কাপের থেকে সামান্য কম
  • তেল – ৬ চা চামচ (স্টিলের চা মচের )
  • বেকিং পাউডার – ১/২ চাচামচ (স্টিলের চামচের )
  • কালো জিরা – ১ চিমটি এর বেশি না (ঐচ্ছিক )
  • লবন – সামান্য
  • নরমাল পানি – পরিমান মতো

প্রনালি

  • সব এক সাথে মিক্স করে নরম ডো তৈরি করুন । রুটির আটার মতো হলেও হবে । নরম করে না মাখালে সুজি সহজে গলবে না
  • ডো পলিথিনে মুড়ে ঢেকে রেখে দিন ১-২ ঘণ্টা
  • ডো পলিথিন থেকে বের করে খুব ভাল করে ময়ান দিন
  • পরোটার মতো মোটা ও ছোট ছোট রুটি বেলে বা বড় রুটি বেলে কাটার দিয়ে কেটে নিন
  • সব বেলা শেষ হলে ভাজবেন । ৩-৪ মিনিট পরে ভাঁজলে ভেলপুরি অনেক সুন্দর মচমচা হয়
  • ডুবো তেলে দেবার পরে হালকা চেপে চেপে দিন তাহলে সহজেই ফুলে উঠবে
  • মাঝারি আচে লালাচে বাদামি কালার করে ভাজুন । ভেলপুরি একটু বেশি ভাজতে হবে
  • অল্প ভাঁজলে মচমচা কম হবে এবং সহজেই নরম হয়ে যাবে
  • ভাঁজা হয়ে গেলে ঠাণ্ডা করে এয়ার টাইট বক্সে ভরে রাখুন

টিপস

ভেলপুরি ফুচকার থেকে সাইজে ডাবল হবে এবং মোটা হবে । ভাজার পরে এক পিঠ একটু বেশি মোটা থাকে এবং ওপর পিঠ সামান্য পাতলা থাকে । ফুচকার মতো পাতলা হয় না ।

পুর এর জন্য

উপকরণ

  • মটরের ডাল – ১ কাপ
  • আলু – ১ টি মাঝারি
  • জিরা + ধনিয়া + পেয়াজ +মরিচ + আদা + রসুন বাটা বা গুড়া – পরিমান মতো
  • এলাচ + দারুচিনি + তেজপাতা – অল্প পরিমানে বাটা বা আস্ত পেয়াজ কুচি
  • ধনিয়াপাতা ও কাঁচামরিচ – অল্প পরিমানে

আরো দেখুন: বাকরখানি রেসিপি

চাট মশলা তৈরির প্রনালি

জিরা + ধনিয়া + শুকনা মরিচ তেল ছাড়া প্যানে টেলে নিয়ে গুড়া করে নিন

প্রনালি

  • ভেজানো ডাল সব মশলা দিয়ে কশিয়ে সিদ্ধ করে নিন । সাথে আলু ও সিদ্ধ করুন
  • এবার এই সিদ্ধ ডাল ও আলু চাট মশলা দিয়ে ভাল করে মিক্স করুন
  • সাথে পেয়াজ কুচি , ধনিয়াপাতা ও কাঁচামরিচ কুচি মিক্স করুন

টক তৈরির জন্য

উপকরণ

  • তেতুলের কাঁথ
  • বিট লবন
  • চিনি সামান্য
  • লবন
  • টমেটো সস সামন্য
  • চাট মশলা

প্রনালি

সব এক সাথে ভাল ভাবে মিক্স করে নিন ।

পরিবেশন

পুরির উপরের অংশ ভেঙ্গে পুর দিয়ে উপরে শশা , টমেটো , পেয়াজ কুচি ও চাট মশলা ছিটিয়ে টক দিয়ে পরিবেশন করুন ।

Source: rokomariranna.com

Leave a Comment