লাচ্ছি রেসিপি: রেস্টুরেন্ট স্টাইলে লাচ্ছি তৈরির রেসিপি

শুরুতেই দেখে নেই লাচ্ছি বানাতে কী কী উপকরন লাগেঃ

লাচ্ছি তৈরির  উপকরণঃ

  • মিষ্টি দই
  • ঠাণ্ডা দুধ
  • চিনি
  • রূহ আফজা
  • বরফ কুচি কিংবা বরফ কিউব

আরো দেখুন: জামের উপকারিতা সম্পর্কে জেনে নিন

লাচ্ছি প্রস্তুত প্রণালীঃ

প্রথমে একটি ব্লেন্ডারে মিষ্টি দই, দুধ, স্বাদ মতো চিনি, সামান্য রূহ আফজা (ঐচ্ছিক) এবং বরফ কুঁচি দিয়ে ভালো ভাবে ব্লেণ্ড করে নিন। আলাদা পানি মেশানোর দরকার নেই ।  মনে রাখবেন, দই এর পরিমাণ যতো বেশী দিবেন লাচ্ছি ততো ঘন ও সুস্বাদু হবে। ভালো ভাবে ব্লেণ্ড করে হয়ে গেলে এবার পরিবেশন করার পালা । তো এই ছিলো আমাদের খুবই সহজ লাচ্ছি তৈরির রেসিপি ।

লাচ্ছি পরিবেশন  করার আগে সাজিয়ে নেবার জন্য কিছু  উপকরন যোগ করতে পারেন । যেমন লেবুর গোল কাটা অংশ  ( প্রথম ছবির মতো )। এবার আপনার পছন্দ মতো গ্লাসে পরিবেশন করুন মজাদার লাচ্ছি।

Source: kivabe.com

Leave a Comment