পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি রেসিপি

আজ রেসিপি আয়োজনে আপনাদের জন্য রয়েছে পুরান ঢাকার বিরিয়ানী। এটি পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী বিরিয়ানী। এবার আসুন কিভাবে বানাতে হবে এই পুরান ঢাকার বিরিয়ানী দেখে নেই।

মাংস উপকরণ

  • গরুর মাংস ২ কেজি
  • আদার রস ২ টেবিল চামচ
  • রসুনের রস ১ টেবিল চামচ
  • তেজপাতা ৪টি
  • পেঁয়াজের রস ২ টেবিল চামচ
  • দারচিনি ৬ টুকরা
  • এলাচ ৬টি
  • লবঙ্গ ৫-৬টি
  • জাফরান আধা চা চামচ
  • টকদই ১ কাপ
  • সরিষার তেল আধা কাপ
  • সাদা গোলমরিচ গুঁড়া ২ চা চামচ
  • চিনি ১ টেবিল চামচ
  • জয়ত্রি গুঁড়া আধা চা চামচ
  • লবণ পরিমাণ মতো

পোলাওয়ের উপকরণ

  • পোলাওয়ের চাল ১ কেজি
  • গুড়া দুধ ১ কাপ
  • পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
  • আলু ১০টি
  • পেস্তাবাদাম কুচি ৩ টেবিল চামচ
  • কাজু বাদাম ১ কাপ
  • কাঁচা মরিচ ১০-১৫টি
  • মিষ্টি আতর ৫ ফোঁটা
  • ঘি ১ কাপ
  • মালাই (দুধের স্বর) আধা কাপ
  • দারুচিনি ৫ টুকরা
  • আলুবোখারা ১০-১২টি
  • জাফরান আধা চা চামচ
  • এলাচ ৪টি
  • কিসমিস ৩ টেবিল চামচ
  • লবঙ্গ ৫টি
  • কেওড়া ১ টেবিল চামচ

আরো দেখুন: সুস্বাদু চাইনিজ ভেজিটেবল রেসিপি

মাংস প্রণালি

প্রথমে মাংস বড় টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। ওপরের সব মাংসের উপকরণ দিয়ে মাখিয়ে রাখুন অন্ততপক্ষে ৪ থেকে ৫ ঘণ্টা।

পোলাওয়ের প্রণালি

চাল ধুয়ে পানি ঝরিয়ে পরিমাণ মতো লবণ ও ২ টেবিল চামচ লেবুর রস মাখিয়ে রাখতে হবে।

প্রস্তুত প্রণালী

আলু ছিলে সামান্য রং ও লবণ মাখিয়ে রাখুন। কেওড়ার পানিতে জাফরান ভিজিয়ে ২০ মিনিট রাখুন। বিরিয়ানির পাত্রে প্রথমে মাখানো মাংস রাখতে হবে। তারপর আলু দিতে হবে। কাজু ও আলুবোখারা, কাঁচা মরিচ, চাল, গরম মসলা দিতে হবে। এরপর পেস্তাবাদাম কুচি, কিসমিস, দুধ, মালাই ও ৭ কাপ পরিমাণ পানি দিতে হবে। ঘি, জাফরানমিশ্রিত কেওড়ায় পানি, মিষ্টি আতর, কিছু বেরেস্তা দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চতুর্দিকে ময়দা দিয়ে আটকিয়ে দিন। এরপর ৫ মিনিট বেশি জ্বালে, মাঝারি জ্বালে ১০ মিনিট, ২০ মিনিট অল্প জ্বালে রাখতে হবে। এবার ১৫ মিনিট দমে রেখে নামাতে হবে। সার্ভিং ডিশে ঢেলে কিছু পেস্তা কুচি ও বেরেস্তা দিয়ে সালাদ ও বোরহানির সঙ্গে গরম গরম পরিবেশন করুন পুরান ঢাকার বিরিয়ানী।

Source: https://thedhakatimes.com/28458/recipes-old-dhaka-biriyani

Leave a Comment