পেঁয়াজকলির ভাজি রেসিপি

উপকরন :

  • ২ টেবিল চামচ তেল
  • ১/৪ চা চামচ পাঁচ ফোরন
  • ৩ আঁটি পেঁয়াজকলি, ২ ইঞ্চি টুকরা করে কাটা
  • ২টি মাঝারি আলু, পাতলা করে কাটা
  • ১/৪ চা চামচ হলুদ
  • ১টি কাঁচা মরিচ
  • লবণ, স্বাদ অনুযায়ী

আরো দেখুন:  করলা ভাজি রেসিপি

প্রস্তত প্রণালী:

১. মাঝারি উচ্চ তাপে তেল গরম করে পাঁচ ফোরনের ফোরন দিন।

2. পেঁয়াজকলি এবং অন্যান্য সব উপকরন দিয়ে ২-৩ মিনিট নেড়ে ঢাকা দিন। মাঝারি তাপে রান্না করুন এবং মাঝে মাঝে নেড়ে দিন।

3. আলু সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন।

Source: withaspin

Leave a Comment