নয়নতারা গাছের উপকারিতা

নয়ন তারা

এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ। বর্ষজীবী। কখনো কখনো অনেক বছর বেঁচে থাকতেও দেখা যায়।গাছ লম্বা দেড় থেকে ৬০ থেকে ৭০ সে.মি.। কান্ড নরম,রসালো ও গাঢ় সবুজ। ডাল পালা এপাশ ও পাশ ছড়ানো।

বৈজ্ঞানিক নাম

Catharanthus roseus

ইংরেজি নাম:

Cape periwinkle, Madagascar periwinkle, periwinkle, sadabahar, sadaphuli, sadasuhagi, sadsuhagan ইত্যাদি।

নয়ন তারা গাছের উপকারিতা

(১)ডায়বেটিস রোগের জন্য নয়ন তারা গাছের ফুল, ফল অনেক উপকারী।

(২)রক্তচাপ বৃদ্ধিতে নয়নতারার জাল দিয়ে তার রস সেবনে রক্তের চাপ হ্রাস পায়।

(৩)নয়ন তারা গাছ দিয়ে বর্তমান বিশ্বে অনেক ঔষধ কোম্পানী ক্যান্সারের ঔষধ তৈরী করতে সক্ষম হয়েছে।

(৪)বোলতা, ভীমরুল, মৌমাছি, ভোমরা, পিঁপড়ে, কাঠপিঁপড়ে প্রভৃতির হুলের জ্বালায় ও কামড়ে যন্ত্রনার কমায়।

(৫)মহিলাদের অনিয়মিত মাসিক হয় তারা এই নয়ন তারা গাছ ব্যাবহার করে এ রোগ থেকে রক্ষা পেতে পারেন।

(৬)লিউকেরিয়া রোগের ফলে মহিলারা সাধারণত দুর্বল হয়ে পড়ে। এ রোগ থেকে রক্ষা পেতে হলে অথবা এ রোগ সারাতে নয়ন তারা পুরোপুরি সক্ষম।

আরো দেখুন: তুলসি পাতার উপকারিতা

(৭)নয়নতারা বিভিন্ন চর্মরোগের জন্য অনেক উপকারী । এজন্য নয়নতারার পাতার রসদিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বকের বিবর্ণতা এবং ক্ষত খুব দ্রুত সেরে যায়।

(৮)গাঁটে যন্ত্রণা, তাতে ফোলা বা প্রদাহ কিছুই নাই, এই যে ক্ষেত্র, এক্ষেত্রে কাঁচা বা শুকনো নয়নতারার (সমগ্র গাছ) ক্বাথ তিল তেলের সঙ্গে পাক করে ব্যবহার করলে যন্ত্রণার উপশম হয়।

(৯)কৃমির সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য নয়নতারার ফুল, মুল ও পাতা খুব কার্যকরী। সেক্ষেত্রে নয়নতারা ফুলের ২টি পাপড়ি রাতে ভিজিয়ে রাখুন। সকালে ছেঁকে তা চুলোয় জাল দিয়ে আধা কাপ করে নিন। এই আধা কাপ রস আপনি সকালে ও রাতে সেবন করুন। এইভাবে ৭ থেকে ১০ দিন সেবন করলে ভালো উপকার পাবেন আশা করা যায়।

Source: https://agami24.com/life-style/articles/1653/নয়ন-তারা-গাছের-উপকারিতা

Leave a Comment