ফুলকপি দিয়ে মুরগি রেসিপি

উপকরন :

  • ২ পাউন্ড মুরগি
  • ১ কাপ পেঁয়াজ, স্লাইস
  • ৩ টেবিল চামচ আদা কুচি
  • ৩ টেবিল চামচ রসুন কুচি
  • ২ চা চামচ হলুদ গুঁড়া
  • ১ চা চামচ জিরার গুড়া
  • ৩-৪ টি শুকনা মরিচ
  • ১/২ কাপ তেল
  • লবণ, স্বাদ অনুযায়ী
  • ১টি মাঝারি ফুলকপি, ছোট করে টুকরা করা
  • ধনে পাতা

আরো দেখুন: আলু দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি

প্রস্তত প্রণালী:

১. একটি ভারী কড়াইতে ফুলকপি ও ধনে পাতা বাদে সব উপকরণ মাখিয়ে নিন।

২. চুলা জ্বালিয়ে, প্রায় পাঁচ মিনিটের মত মুরগি কষিয়ে নিন। এবার কম তাপে মুরগি ঢেকে রান্না করুন।

৩. মুরগির নরম হলে ফুলকপি ও ২ কাপ পানি দিন।

৪. মাঝারি তাপে আরও ১০-১২ মিনিট রান্না করুন। ফুলকপি সিদ্ধ হয়ে ঝোল ঘন এবং পছন্দসই পরিমানে আসলে নামিয়ে পরিবেশন করুন।

Source: withaspin

Leave a Comment