সেদ্ধ মাছের কেক রেসিপি

উপকরণ

  • মাছের কিমা (চিংড়ি ও টুনা) ৩০০ গ্রাম
  • ডিম ১টি
  • লবণ স্বাদমতো
  • তেল ১ চা-চামচ
  • লেবুর রস আধা চা-চামচ
  • পেঁয়াজকুচি ১ চা-চামচ
  • রসুনবাটা আধা চা-চামচ
  • ধনেপাতাকুচি ১ চা-চামচ
  • গোলমরিচের গুঁড়া সিকি চা-চামচ
  • স্টিম বক্স ১টি

আরো দেখুন: নলেন গুড়ের কেক রেসিপি

প্রণালি

একটি বাটিতে সব উপকরণ ভালোভাবে মেখে নিন। ফ্রিজে রেখে দিন এক ঘণ্টা। পছন্দমতো মোল্ডে সামান্য তেল মেখে নিন। মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে মোল্ড দিয়ে দিন। স্টিমারে পানি বসিয়ে গরম করে মোল্ডে রাখুন। মোল্ডের মাঝবরাবর পানির উচ্চতা থাকলেই হবে। ৩০ মিনিট পর মোল্ড বের করুন। এবার মোল্ড থেকে কেক বের করে পছন্দমতো সসের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।

Source: prothomalo

Leave a Comment